

স্টাফ রিপোর্টার আলিফ হোসেন:
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় চলছে পূর্ণ উদ্দীপনা ও প্রস্তুতি। জেলার ৬টি থানায় মোট ৩৫৭টি পূজামণ্ডপে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।গত বছর চেয়ে এবছর পূজা মন্ডপের সংখ্যা একটু বেশি।
এখনও মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। শিল্পীরা রং-তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন। পূজাকে ঘিরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই জেলা ও উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদ মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি তদারক করছেন।
দুর্গাপূজা উপলক্ষে শ্রীনগর ফায়ার সার্ভিসের বিভিন্ন পূজা মন্ডপের অগ্নি নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে।
শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ আজাদ বলেন,এই পূজাকে ঘিরে কোন নাশকতা করতে দেয়া যাবেনা। উপজেলা প্রতিটি পূজা মণ্ডপে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নিতে বলা হয়েছে। কোন সমস্যা হলে দ্রুত ফায়ার সার্ভিসকে ফোন দিতে বলা হয়েছে।