

আলিফ হোসেন স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় বাজারের রিয়াদ স্টোরে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানটির মালিক রিয়াদ ব্যাপারিকে ১ হাজার টাকা, রিয়াদ কনফেকশনারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, কেক, বিস্কুট তৈরি করায় প্রতিষ্ঠান টির মালিক মো. শহীদ কে ৭ হাজার টাকা ও মা মধুবন সুইটসে দই, রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় প্রতিষ্ঠান টির মালিক কৃষ্ণ ঘোষকে ৫ হাজার টাকা সহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুল হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল।