

স্টাফ রিপোর্টার আলিফ হোসেন:
বিএনপি শুরু থেকেই ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১ টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ডে জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মীর সরফত আলী সপু।
শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সিবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ সমুদ্রর পিতা মনিরুজ্জামান, মা মাসুদা জামান, শহীদ আল-আমিনের পিতা আইয়ুব খলিফা ও শহীদ সাইদুল ইসলাম সোভনের পিতা নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদ কবির, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল,জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ ও জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মাসুদ রানা, সদস্য ওমর ফারুক বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।