

স্টাফ রিপোর্টার:যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের চিংড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক শ্রমিক সমাবেশের আয়োজন করে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা দেশের বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।প্রভাষক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর আসনের সম্ভাব্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী।তিনি তার বক্তব্যে বলেন, “দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় ও নৈতিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও যোগ করেন যে, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকের অধিকার নিশ্চিত করা অপরিহার্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক তাজাম্মুল ইসলাম দিপু, ইউনিয়ন নেতা হাফিজুর রহমান, আব্দুস সালাম ও ওয়লিউল্লাহ প্রমুখ।সমাবেশে বক্তারা দেশের শ্রমিক শ্রেণির দুর্দশা তুলে ধরে বলেন, অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং শ্রমজীবী মানুষদের অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তারা সকল শ্রমজীবী মানুষকে তাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।শ্রমিক সমাবেশের আগে প্রধান অতিথি অধ্যাপক মোক্তার আলী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেশবপুরের একাধিক গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি চিংড়া, মির্জাপুর, গোবিন্দপুর, মেহেরপুর, ধর্মপুর ও সাগরদাঁড়ী গ্রামে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন।