1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শেষ হলো বিমানবাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস | সকালের খবর ২৪
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত মাদারীপুর-০২ আসনে বিএনপির জানান্দার আলী জাহানকে মনোনয়নের দাবিতে নেতাকর্মীদের মিছিল রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা যোগীপাড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রস্তুতি সভা ভাড়ায় চালিত মোটসাইকেল চালকদের নিয়ে পুলিশের সচেতনতা অনুষ্ঠান, প্লাস্টিকের হেলমেট ভাংলেন নিজেরাই আ. লীগ ও সহযোগী সংগঠনের গ্রেফতার ৪ পল্টনে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ নওগাঁয় শীতের আগমনী বার্তা-খেজুরের রসের মৌসুম শুরু যারা চট্টগ্রাম শহরকে অনিরাপদ করছে তাদের ছাড় দেওয়া হবে না : চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশ হেডকোয়ার্টার্সের

শেষ হলো বিমানবাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিমানবাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাসের সমাপনী হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা সেনানিবাসে অবস্থিত ফ্যালকন হলে এ সমাপনী হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান সমাপনী বক্তব্যে মাসব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, এই মাস শুধু বিমান বাহিনীর সদস্যদের নয়, তাদের পরিবার ও বৃহত্তর সমাজকেও সাইবার নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় সম্পৃক্ত করেছে।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে—মানুষ, প্রক্রিয়া এবং প্রযুক্তি। এর মধ্যে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যতই উন্নত হোক, সচেতন ও সতর্ক ব্যবহারকারী ছাড়া তা কার্যকর হয় না। প্রতিটি ক্লিক, প্রতিটি সিদ্ধান্ত আমাদের নিরাপত্তা নির্ধারণ করে।

অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞসহ বিভিন্ন তথ্য-প্রযুক্তি অংশীদার প্রতিষ্ঠানের সদস্যদের উপস্থিতিতে সাইবার সচেতনতা ও প্রতিরোধ গঠনের লক্ষ্যে গৃহীত নানা উদ্যোগ তুলে ধরা হয়।

এই সচেতনতামূলক প্রচারণায় ছিল কর্মকর্তা, বিমানসেনা ও তাদের পরিবারের জন্য বিশেষ ব্রিফিং, শিক্ষামূলক পোস্টার ও বুকলেট বিতরণ ও ইন্টার‍্যাকটিভ সেশন।

জানা গেছে, দেশের সব শাহীন স্কুলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ১৭ হাজার বেশি শিক্ষার্থীর কাছে সাইবার সচেতনতার বার্তা পৌঁছানো, যা ভবিষ্যৎ প্রজন্মকে সাইবার সচেতন করে গড়ে তোলার পথে একটি বড় পদক্ষেপ।

বিমানবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী একটি সাইবার প্রতিরক্ষা রোডম্যাপ প্রণয়ন করেছে, যা দেশের নিরাপদ, স্মার্ট ও সার্বভৌম সাইবারস্পেস গঠনের জাতীয় কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই রোডম্যাপ সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেয়। দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করতে বিমানবাহিনী তাদের প্রশিক্ষণ কাঠামোর প্রতিটি স্তরে সাইবার সচেতনতা অন্তর্ভুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে প্রতিটি সদস্য ক্রমাগত পরিবর্তনশীল ডিজিটাল হুমকির বিষয়ে সচেতন থাকে।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এস. এম. শামীম রেজা, যিনি ডিজিটাল যুগে ভুল তথ্য, অপপ্রচার ও সামাজিক মাধ্যমের প্রভাব বিষয়ে বক্তব্য রাখেন। তার বক্তব্যে ডিজিটাল আচরণে দায়িত্বশীলতা ও সমালোচনামূলক চিন্তার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD