

এম,শাহজাহান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলা পুলিশের অপরাধ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রেজাউল হক সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাঁকে র্যাংক ব্যাজ পরানো হয়েছে।সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে,শেরপুরে পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় তাঁকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২১ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব মোঃ মাহাবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেরপুর জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তা পদোন্নতি প্রাপ্ত হওয়ায় শেরপুর জেলা পুলিশ পরিবার আনন্দিত ও উচ্ছ্বাসিত।