

এম,শাহজাহান,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ৩ দিন মেয়াদী নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ কোর্স (৭ম ব্যাচ) এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এ সময় শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার ৫০ জন প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।