

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় তরুণী শেফালির অশ্লীল নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।
জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে ডিজে গানের তালে খোলামেলা পোশাক পরে নৃত্য পরিবেশন করেন শেফালি। সেই নাচের ভিডিও দর্শকদের কয়েকজন যুবক মোবাইলে ধারণ করে ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয় সচেতন মহল ও অভিভাবক সমাজের দাবি, এই ধরনের অশ্লীলতা সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করছে এবং তরুণ প্রজন্মকে বিপথে পরিচালিত করছে। তারা প্রশাসনের কাছে এই ধরনের অনুষ্ঠান নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে এক স্থানীয় অভিভাবক বলেন, এমন নাচ আমাদের সামাজিক মূল্যবোধের পরিপন্থী। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
তবে শেফালির ঘনিষ্ঠ কয়েকজনের দাবি, বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে। তাদের মতে, এটি ছিল কেবল একটি সাংস্কৃতিক পরিবেশনা, কারও ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না।
এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটি নজরে এসেছে। প্রয়োজনে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।