

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
শুভ প্রবারণা পূর্ণিমা ও চিমিতং পূজা-২০২৫ উদযাপন উপলক্ষে অংশগ্রহণ করছে পার্বত্য জেলার রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
সোমবার ( ৬ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজবন বিহারে উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদ ও পুণ্যার্থীবৃন্দের আয়োজনে শুভ প্রবারণা পূর্ণিমা ও চিমিতং পূজা-২০২৫ উপলক্ষে বুদ্ধমূর্তি দান,সংঘ দান,অষ্টপরিষ্কার দান,হাজার প্রদীপ দান এবং বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে অর্থদানসহ নানাবিধ পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত পুণ্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস.এম.ফরহাদ হোসেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.ইকবাল হোছাইন, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।