1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শীর্ষ সন্ত্রাসী ‘কিলার বাদল’ এর ঘনিষ্ঠ সহযোগীসহ গ্রেফতার ২ | সকালের খবর ২৪
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

শীর্ষ সন্ত্রাসী ‘কিলার বাদল’ এর ঘনিষ্ঠ সহযোগীসহ গ্রেফতার ২

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঘোষিত শীর্ষ সন্ত্রাসী ‘কিলার বাদল’ এর ঘনিষ্ঠ সহযোগী মোল্লা রুবেল (৩৫) এবং তার সহযোগী আল আমিনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় বসিলা আর্মি ক্যাম্পের একটি দল মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়,মোল্লা রুবেল কিলার বাদলের আর্থিক লেনদেন এবং নেটওয়ার্কের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে,তিনি কিলার বাদলের সঙ্গে যুক্ত বহু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া আল আমিনের বিরুদ্ধে বেশ কিছু চাঁদাবাজির অভিযোগ ও মামলা রয়েছে।

অভিযানের সময় তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত উদ্ধার করা হয়েছে, যা কিলার বাদলের নেটওয়ার্কের বর্তমান অবস্থা এবং সদস্যদের শনাক্তকরণে সহায়ক হবে।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সরকার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী কিলার বাদলের নেটওয়ার্ক এখনও সক্রিয় রয়েছে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মোল্লা রুবেল ও তার সহযোগীর অবস্থান শনাক্ত করা হয়। অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার লকরা হয়েছে। নেটওয়ার্কের বাকি সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD