

আব্দুল্লাহ আল মামুন, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে আটঘরিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন খানের সভাপতিত্বে ও আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসের সরকারি বিদ্যালয় পরিদর্শক মো. মোখলেছুর রহমান, মো. আসমত আলী এবং আটঘরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রাণী মন্ডল।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদরাসার সুপাররা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা শিক্ষার মানোন্নয়নে করণীয় ও বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
সভা সঞ্চালনা করেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান।