

নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে তাজমিন খানম (৯) নামের এক শিশু আত্মহত্যা করেছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. তরিকুল মোল্যার মেয়ে।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.তারেক তালুকদার। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল তাজমিন খানম। খেলাধুলা শেষ করে বাড়িতে গেলে দেখে তার গলায় থাকা স্বর্ণের চেইনটি হারিয়ে গেছে। পরে তার মা-বাবা তাকে নিয়ে খোজাখুজির এক পর্যায়ে চেইনটির অর্ধেক পান বাকিটা খুঁজতে থাকেন। এরপর তাজমিন বাড়িতে চলে যায়। তার মা-বাবা গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। এ সময় তাকে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। খরব পেয়ে পুলিশ, সন্ধায় গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশে উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।