

সোহেল হোসেন লক্ষীপুর জেলা প্রতিনিধি।
লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকালে জেলার রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে হেযবুত তওহীদ জেলা ছাত্র ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের আহ্বায়ক রেদোয়ান হাসান রিজভী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক মো. রিপন হোসেন।
তিনি বলেন, “তওহীদের আদর্শই পারে সমাজে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। ছাত্র সমাজকে এই পরিবর্তনের অগ্রভাগে থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ফোরামের সহকারী আহ্বায়ক শাহরিয়ার ইসলাম। তিনি বলেন, “তওহীদের সঠিক জ্ঞান ও আদর্শে শিক্ষিত তরুণরাই ন্যায়ের সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারে।”
বক্তারা বলেন, তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্র সমাজের আদর্শিক নেতৃত্ব ও নৈতিকতার বিকল্প নেই। তারা তরুণদের সত্য ও ন্যায়ের সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফোরামের সাহিত্য সম্পাদক বিবি ফাতেমা, প্রকাশান সম্পাদক জান্নাতুন নাইম লিজা সহ আরও অনেকে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রফোরামের সদস্য মারিয়া সুলতানা নিশি। শেষে সভাপতির সমাপনি বক্তব্য ও দোয়া, মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।