

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভায় আরবান প্রাইমারি হেলথ প্রকল্প পরিদর্শনে এডিবির (এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক) প্রতিনিধি দল। শুক্রবার (১০ আগস্ট) সকাল ১০ টার থেকে বেলা ১২ টা পর্যন্ত আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের আওতায় থাকা দুইটি নগর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে উপজেলা খাদুন এলাকায় তারাব পৌরসভা মিলনায়তনে পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেন তারা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, তারাব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান এডিবির নির্বাহী পরিচালক সিজিও সিমিজো, এডিবির কান্ট্রি পরিচালক হো ইয়ান জিয়োং স্টিভসহ আরো অনেকে।
এসময় জাপান এডিবির প্রতিনিধি দল তারাব পৌরসভার নগর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। এসময় এডিবির প্রতিনিধি দলকে বাঙ্গালীর সংস্কৃতি জামদানী শাড়ি উপহার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব রিয়াজুল মাকসুদ জাহেদী তার বক্তব্যে বলেন, আমাদের দেশে মফস্বল ও গ্রামে নিম্ন ও মধ্যবিত্ত্য আয়ের মানুষ এখনো স্বাস্থ্য সচেতন নয়। তারাব পৌরসভায় অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে। এসকল শিল্প কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এডিবির অর্থায়নে করা আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে নামমাত্র মূল্যে সেবা পাচ্ছে।
আরবান প্রাইমারি হেলথ প্রকল্প সারাদেশে চালু করা গেলে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবে।