

রূপগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অসুস্থ শিশুর অস্র পাচারের খরচসহ সার্বিক চিকিৎসার দায়িত্ব নিলেন রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় অস্তপাচারের জন্য বুধবার বিকেলে গোলাকান্দাইলস্থ বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদেস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার বাসভবনে অসুস্থ শিশুর পরিবারের হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বাদশা ভুইঁয়া প্রমুখ।অসুস্থ শিশুর বাবা ফারুক মিয়া ও মাতা সুমাইয়া জানান, জন্মের পর থেকেই শিশুর মুখ ফুলে বাঁকা হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন শিশুর বয়স ২ বছর পূর্ণ হলে অপারেশন করা যাবে। ১৯ অক্টোবর বয়স ২ বছর পূর্ণ হবে। তাই আগামী ২০ অক্টোবর শিশুর অপারেশন করা হবে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু চিকিৎসার দায়িত্ব নেন। তারই অংশ হিসাবে বুধবার বিকেলে ৩০ হাজার টাকা দেন। চিকিৎসার বাকি খরচও ও ওষুধপত্রও কিনে দিবেন তারা। শিশুটির মা-বাবা বলেন আজীবন এ সহযোগিতার কথা মনে থাকবে।