

মোংলা প্রতিনিধিঃ
মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজ নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা মোংলার বাজারের রাস্তায় বসে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। বর্তমান সময়ে যেখানে বিএনপির অনেক নেতাকর্মীরা তাদের বিভিন্ন কর্মকান্ডে বিতর্ক হচ্ছেন সাধারণ মানুষের কাছে সমালোচনার পাত্র হচ্ছেন সেখানে মুস্তাফিজ সকলের কাছে ন্যায় নীতিবান খাঁটি দল প্রেমী নেতা হিসেবে প্রশংসিত হচ্ছেন।
সরজমিনে গিয়ে দেখা যায় এই স্বেচ্ছাসেবক দল নেতা মংলা মাছ বাজারের পাশের একটি গলিতে রাস্তায় বসে সাদা মাছ বিক্রি করছেন এ ব্যাপারে তার সাথে কথা হলে তিনি জানান আমি বিএনপিকে ভালোবাসি নিঃস্বার্থভাবে, আমি এবং আমার পরিবার বিএনপি করার কারণে অনেক হামলার শিকার হয়েছি, অনেকের কাছে হেয় প্রতিপন্ন হয়েছি, ৫ তারিখের পরে অনেক বিএনপি এবং হাইব্রিডদের আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে তারা বিভিন্নভাবে দলের ভাবমূর্তি নষ্ট করে ফায়দা লুটেছে, কিন্তু আমি চাইনা আমার কারনে আমার দল বা সংগঠন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ, আমি মনে করি রাজনীতি দেশ ও মানুষের জন্য, রাজনৈতিক পথ পদবী সংগঠনকে শক্তিশালী করার জন্য, আমি আমার সংগঠন কিংবা রাজনৈতিক পদকে বিকৃত করে কোন অনৈতিক ফায়দা নিতে চাই না। সারাদিন এখানে বসে প্যাকেটে মাছ বিক্রি করে হালাল টাকা ইনকাম করে পরিবারকে খাওয়াতে চাই, এবং দলীয় কর্মকাণ্ড সৎভাবে পরিচালনা করতে চাই।
মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুদ্দিন টুটুল জানান মুস্তাফিজ ভাই একজন সৎ মানুষ। তিনি আমাদের দলের গর্ব তাকে নিয়ে আমরা প্রশংসা করি। বর্তমানে মোস্তাফিজ ভাই আর্থিক সঙ্কটে রয়েছে, বাকিতে মাছ নিয়ে বিক্রি করে দেনা পরিশোধ করে লাভের অংশ নিয়ে তিনি সংসার চালান। তারপরও তিনি দলের ভাবমূর্তি নষ্ট হবে কিংবা সংগঠন বিতর্কিত হবে এমন কোন কাজ করছেননা। আমি মনে করি এ ধরনের নেতাকর্মীরাই বিএনপির গর্ব এবং অহংকার।