1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রায়পুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত | সকালের খবর ২৪
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

রায়পুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

আল আমিন ভূইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক :

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসার বলেন, জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ দুপুর দুইটায় রায়পুর পৌর সবার উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাত ধোয়া কর্মসূচি পালিত হয়। হাত ধোয়া দিবস উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউসার, এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মাস-উদ মোরশেদ,পৌর কর নির্ধারক কর্মকর্তা আনিসুল হক, হিসাব রক্ষক মামুন, সহ পৌর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সেনিটেশন ও হাত ধোয়া দিবস উপলক্ষে পৌর কর্মকর্তা-কর্মচারীরা এক বিশেষ র‍্যালির আয়োজন করেন।
ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া করোনাভাইরাসের বিস্তৃতি রোধেও প্রধান সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু করোনাভাইরাসের বিস্তৃতি রোধই নয়; জ্বর, ডায়রিয়ার মতো রোগের প্রাদুর্ভাব রোধেও স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়া কার্যকর ভূমিকা রাখতে পারে।

অবচেতনভাবে আমরা হাত দিয়ে ক্রমাগত চোখ, নাক ও মুখ স্পর্শ করে থাকি। হাত অপরিষ্কার থাকলে এমন স্পর্শের মাধ্যমে দেহের ভেতর জীবাণু প্রবেশ করতে পারে। তাই কিছু সময় পরপর সাবান-পানিতে হাত ধুয়ে নিলে ভাইরাসে সংক্রমণের আশঙ্কাসহ নানা ধরনের রোগব্যাধি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
আমাদের দৈনন্দিন জীবনে এ চর্চা অন্তর্ভুক্তির সময় এসেছে।
হাত ধোয়ার নিয়মাবলি
পাঁচটি প্রধান ধাপে হাত ধোয়ার কথা বলা হয়। প্রথমে পরিষ্কার পানিতে হাত ভিজিয়ে নিতে হবে। তারপর হাতের পিঠ, তালু ও আঙুলে পরিমাণমতো সাবান ঘষে নিতে হবে। তারপর অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ঘষে নিতে হবে।

দুই হাত একে অপরের সঙ্গে ভালো করে ঘষতে হবে এবং এরপর পরিষ্কার পানিতে হাত ধুয়ে নিতে হবে। হাত ধোয়া শেষ হলে তা শুকনা কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে।

বিশ্ব হাত ধোয়া দিবস বা বিশ্ব হাতধোয়া দিবস বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্ব ব্যাপী এটি পালিত হয়ে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD