

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর নন্দনপুর চিতোষী সড়কে প্রবাসী সিটি কমপ্লেক্স নির্মানে প্রবাসীদের কোটি টাকা ও রড় চুরী করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের পরিচালক গাজী ইসমাইল হোসেনের বিরুদ্ধে।
ভোক্তভুগী প্রবাসীরা মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরে প্রতিষ্ঠানের সামনে প্লট বুঝিয়ে দেওয়ায়, আত্মসাৎ টাকা ফেরত ও চুরী করে নেওয়ায় রড় ফেরতের দাবীতে সাংবাদিক সম্মেলন করে।
সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীরা বলেন,রামগঞ্জস্থ ৪০জন প্রবাসী ২০১৪ সালে প্রবাসী সিটি নামে প্রকল্পের প্রায় ৭ কোটি টাকা সংগ্রহ করা হয়। প্রকল্পের আওতাধীন বহুতল ভবন নির্মাণে সমান মালিকানা নিশ্চিত করে ২০১৬ সালে ২৬ জন সদস্যের নামে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামে ২৮ শতাংশ জমি ক্রয় করে রেজিস্ট্রি করা হয়। আরও ০৫টি শেয়ার পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে গাজী ইসমাইল হোসেনের নামে হস্তান্তর করা হয়। উক্ত পাওয়ার অব অ্যাটর্নির ক্ষমতা পেয়ে গাজী ইসমাইল হোসেন নিজেই ৫টি শেয়ারের মালিক হয়ে যায় এবং ৩০ লক্ষাধিক টাকার রড় নিয়ে যায়। এনিয়ে বিনিয়োগকারীরা হিসেব চাইলে গাজী ইসমাইল নানা তালবাহানা করে এক পর্যায়ে শেয়ার হোল্ডারদের প্রভাবশালীদের দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। সাংবাদিক সম্মেলনে সৌদি প্রবাসী ইব্রাহিম খলিল,ওমান প্রবাসী মো. শরীফ আহমেদ,কাতার প্রবাসী সালেহ আহমেদ রাজন,সৌদি প্রবাসী জাকির হোসেন ও শরীফ হোসেন বলেন, টাকা ও রড় আত্মসাৎকারী গাজী ইসমাইল হোসেন আমাদের প্লট বুজিয়ে দেওয়া তো দুরের কথা,ভবনের আসতেও দিচ্ছে না।”আমরা প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করেছি, নিজ উপজেলায় বিনিয়োগ করেছি। কিন্তু আমাদের সরলতার সুযোগ নিয়ে সে আমাদের টাকা আত্মসাৎ করেছেন। সৃষ্ট ঘটনায় আমরা থানা একাধিক অভিযোগ করেও কোন সুরাহ পাচ্ছি না।
এ ব্যাপারে জানতে চাইলে বার বার যোগাযোগ করেও অভিযুক্ত গাজী ইসমাইল হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।