1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
রাজাপুরে বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় জনসমুদ্র, দাফন সম্পন্ন | সকালের খবর ২৪
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

রাজাপুরে বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় জনসমুদ্র, দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে উপজেলার তার নিজ বাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টার দিকে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা, যেখানে অংশ নেন হাজারো মানুষ। এলাকাবাসীর মতে, এটি রাজাপুর মাঠের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার একটি। জানাজায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, গোলাম আজম সৈকত, ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বরিশালে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাতে দ্বিতীয় জানাজা হয় ঝালকাঠি এন.এস. কামিল মাদ্রাসা (নেছারাবাদ) মাঠে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে নাসিম আকন ছিটকে পাশের ডোবায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর শারীরিক অবস্থা অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নাসিম উদ্দিন আকন রাজাপুর বিএনপির রাজনীতিতে সাহসী, কর্মীবান্ধব ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, “এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে।” বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD