

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন আজ বুধবার (২২ অক্টোবর) সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয় সদর সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার সদর সার্কেল অফিসের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের মান নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ফোর্সদের পেশাগত দক্ষতা ও সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে তিনি বিভিন্ন রেজিস্টার ও অফিস নথি পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ।