

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজন সক্রিয় নেতা-কর্মীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। রবিবার(২৬ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে কাদেরাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,একরাম হোসেন (২৫) সাংগঠনিক সম্পাদক,আলীপুর ইউনিয়ন ছাত্রলীগ,দাগনভূঞা,ফেনী,আদনান পিপুল (২৫), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,দাগনভূঞা থানা ছাত্রলীগ,ফেনী,মো. আসিবুল হক অর্নব (২৫) সদস্য, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ,সজিব রহিম পলক (২৫) যুগ্ম সাধারণ সম্পাদক,পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগ, ফেনী,সাকের আলম (২৪) সদস্য,ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগ,দাগনভূঞা,ফেনী।
ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন,’গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে অংশ নিচ্ছিল।’
গ্রেফতারকৃত ব্যক্তিদের সবাই মূলত ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তারা কেউ ইউনিয়ন ও থানা পর্যায়ের ছাত্রলীগের নেতা,আবার কেউ কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলো। জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠনের হয়ে একাধিকবার মিছিল-সমাবেশে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানায় ডিবি।