

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো, মোস্তফা বিশ্বাস নাসিম (২),কামাল (৩৭), জীবন (২৪), ওয়াহিদ (১৮),রবিন (২৬),জসিম (৩৫), রাব্বি (২১),শাহাবুদ্দিন (৩৮), জুয়েল (৪৫), মুখলেসুর রহমান (২০), মৃদুল সৌরভ (২৮),মানিক (৪৮), বাচ্চু মিয়া (২৭),সেলিম (২৪), মিঠুন (৩০), চান মিয়া (৪৫),সোহেল মাতাব্বর (২৭), আলী রাজ (২৫),আজিজুল হক (৫০) ও হনুফা (৩৫)।
এদের মধ্যে রাজনৈতিক অন্যান্য -১ জন,চুরি মামলায় ১ জন, দ্রুত বিচার আইনে ৩ জন,সাজা পরোয়ানা ১ জন,ডিএমপি ভুক্ত ১৪ জন।
গ্রেফতারকালে১ টি চাপাতি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
ডিসি মো.ইবনে মিজান বলেন,সোমবার (১৩ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।