

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার।
এসময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা, ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ টি ছুরি,১ টি চাকু,১ টি সামুরাই উদ্ধার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো,নিজাম (৪৫),ফয়েজ রাব্বি (১৯), আকাশ (২০), শাহিদ হাসান রিপন (২০), জামাল (৪২), জহিরুল (২৫), হৃদয় (২১), জাহেরুল (১৯),আবুল কালাম আজাদ (৪৭), ইয়াসিন (২০),দেলোয়ার (৩২), জসিম ওয়াসিম (২০), শাহীন (২৫), ইয়াসিন মোল্লা (২৮), আকাশ অন্ধকার (৩২), শাকিব (২২), শিমুল (২৫) ও কাজী কাজল (২০)। এদের মধ্যে দ্রুত বিচার আইনে ২ জন, দূস্যতা মামলায় ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, মাদক মামলায় ২ জন,চাঁদাবাজি মামলায় ১ জন, চুরি মামলায় ৩ জন, না:- শি মামলায় ১ জন, সড়ক পরিবহন ১ জন, ডিএমপি ভুক্ত ৫ জন।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।