

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো,মোকারম হোসাইন রুদ্র (২৫), সাইফুল ইসলাম পাপ্পু (৩০), সানোয়ার (৩০), রহমতুল্লাহ (২০), কাউসার বাঘা ঝন্টু (৩০), রায়হান (২৫), রনি শাহাদাত (৩৮),বাদশা রাজু (২৯), সজীব (২১),ইকবাল মেহেদী (২৭),মনিরুজ্জামান রাকিব (২৫), মারুফ (২২), হোসেন (২৬), সাগর (২১), সাহিল (২২), সোহাগ (২০), আরিফুল ইসলাম (১৯), আরমান (৩৮), সানজু (২৪), সাজ (২৩) ও রস্তুম (৩৫)। এদের মধ্যে সন্ত্রাস বিরোধ আইন ও বিস্ফোরক আইনে ২ জন( রাজনৈতিক), দ্রুত বিচার আইনে ২ জন,দূস্যতা মামলায় ১ জন, মাদক মামলায় ২ জন, চাঁদাবাজি মামলায় ১ জন, চুরি মামলায় ১ জন,খুন রিমান্ড শেষে-৪ জন,ডিএমপি ভুক্ত ৮ জন। গ্রেফতারকালে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ১০৩ পাতা কথিত হেরোইন উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,মঙ্গলবার (২৮ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।