

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তা নাম ইসমাইল হোসেন ( ৩০) । তিনি বেসরকারি সংস্থা শতফুল বাংলাদেশ এর নজিপুর শাখায় হিসাব রক্ষক পদে কর্মরত ছিলেন। তার পিতার নাম আবুল হোসেন। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বাদে হাজরাপাড়া গ্রামের বাসীন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে । কেশরহাট পৌরসভার অদূরে তেঁতুলতলা মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরে যায়। ট্রাকটি রাস্তার নিচে উল্টে পড়ে থাকতে দেখা গেছে।
ট্রাকেন ড্রাইভার এবং চালকের সন্ধান পাওয়া যায়নি।
শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালকের ফেসবুক আইডি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোহনপুর থানা পুলিশ লাশ তাঁদের হেফাজতে নিয়েছেন।