

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬নং খাউলিয়া ইউনিয়নের ফাসিয়াতলা গ্রামে বে-সরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে জার্মান ডিকেএইচ এর অর্থায়নে একটি অত্যাধুনিক সাইকোন সেল্টার উদ্ধোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে এ উদ্ধোধনী অনুষ্ঠানে জুয়েল কর্মকার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিসিডিবি এক্সজিকিউটিভ ডিরেক্টর মিসেস কেয়া মালাকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ, ভাইস চেয়ারম্যান সিসিডিবি কমিশন বরুণ ব্যানার্জী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)অতীশ সরকার, থানা অফিসার ইন চার্জ মো. মতলবুর রহমান, সাবেক সচিব মো. সরোয়ার হোসেন, জমিদাতা মো. সেলিম মিয়া, জার্মান এ্যাম্বাসি প্রতিনিধি মি. জেনিস, নির্বাহী পরিচালক এএসডি আব্দুল করিম, এএসডি নবলোক কাজী রাজিব ইকবল, ডোনার প্রতিনিধি ঠমাস মলিটর, রেবেকা, টনি জাৃমান প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রজেক্ট ম্যানেজার তাপস বাড়ই ও ইনটেরিম কো অর্ডিওনেটর সিসিডিবি আশরাফুজ্জামান।সিসিডিবি খাউলিয়া ইউনিয়নের তিন নদী মোহনার ঝুকিপূর্ণ ফাসিয়াতলা গ্রামে ২০২৩ সালে একটি অত্যাধূনিক মানের সাইকোন সেল্টার নির্মান করার উদ্যোগ গ্রহণ করেন। শেষ হয় ২০২৫ সালে। সাইকোন সেল্টার নির্মানের জন্য জমি প্রয়োজন হলে মো. সেলিম মিয়া ২৫ শতক জমি কিনে দেন। সিসিডিবি জমি বুঝে পাওয়ার পরে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে গত ২ বছরের ধরে নির্মান করেন একটি অত্যাধুনিক মানের সাইকোন সেল্টার। যেখানে বন্যার সময় ৪ শতাধিক মানুষ ও গবাধি পশু আশ্রয় নিতে পারেবে, এছাড়া ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সাইকোন সেল্টারটি দেখভাল করবে বলে জানান কর্তৃপক্ষ।