

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে দোলা পরিবহনের চাপায় আসাদুজ্জামান (৩৪) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটি এবং সাইনবোর্ড মাঝামাঝি পিঙ্গাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা তিনি। এক বছর এক মাস আগে এনটিআরসিএ’র মাধ্যমে বিদ্যালয়টিতে যোগ দেন। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন।স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী ‘দোলা পরিবহনের’ (ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৯০) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে উঠে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সকাল ৯টা থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা পিঙ্গড়িয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ও অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, “আসাদুজ্জামান অত্যন্ত মেধাবী ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন। প্রতিদিনের মতো আজও বিদ্যালয়ে আসার পথে এই দুর্ঘটনায় আমরা একজন আদর্শ শিক্ষককে হারালাম।”