

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোউত্তীর্ণ ওষুধ পাওয়ার দায়২ প্রতিষ্ঠানকে জরিমানা ও ঔষধ জব্দ করা হয়েছে।সোমবার (২০ অক্টোবর ২০২৫) বেলা ১২ টার দিকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানাা। এসময় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
মেয়াদোত্তীর্ন ঔষধ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায় তপাদার মেডিকেল হলের স্বত্বাধিকারী -কে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ অনুযায়ী ৫ হাজার টাকা ও ফাহাদ মেডিকেল হলের স্বত্বাধিকারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাট জেলা সহকারী পরিচালক উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন এবং তিনি আরও বলেন “ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।”