

মোংলা প্রতিনিধিঃ
মোংলায় এক প্রবাসীর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী বিউটি বেগমের (৪০) বাড়ীতে রবিবার রাতে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাট চালায় সংলগ্ন আরাজী মাকড়ঢোন এলাকার ইমরান গং। ওই সময় ইমরানের নেতৃত্বে রাজু শিকদার, কবির শিকদার, ওহাব শিকদার, রাসেল শিকদার ও জাকির শিকদার প্রবাসী বিউটির বাড়ীতে হামলা ও ভাংচুর চালিয়ে ঘরে থাকা দুই ভরি ওজনের স্বর্নলংকার ও নগদ ৮০ হাজার টাকা লুটে নেয়। এছাড়া বিউটি বেগম ও তার স্বামী হেলাল হাওলাদারকে মারপিট করে আহত করে। পরে সোমবার দুপুরে এ ঘটনায় বিউটি বেগম হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিউটি বলেন, হামলাকারীদের সাথে তার পূর্ব শত্রুতা ছিল। তার জেরেই হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার সুষ্টু বিচারের দাবী জানান।
মোংলা থানার এসআই মোঃ মিরাজ বলেন, উত্তর মালগাজী এলাকার প্রবাসীর বাড়ীতে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।