

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান আমিনুল হক তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ছড়ানো মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।
লিখিত বক্তব্যে আমিনুল হক বলেন, ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য ও আওয়ামী ফ্যাসিস্ট পরিচিত ব্যক্তি—জুয়েল রানা, ফরহাদ হোসেন, মোসলেম উদ্দিনসহ কিছু কুচক্রী ইউপি সদস্য পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, “তারা জনগণকে বিভ্রান্ত করতে প্রশাসনের কাছেও মিথ্যা তথ্য সরবরাহ করছে। এতে শুধু আমাকে নয়, ঘোষেরপাড়া ইউনিয়নের জনগণের গণরায়কেও অসম্মান করা হয়েছে।
উন্নয়ন কার্যক্রমে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে আমিনুল হক বলেন, “আমার বিরুদ্ধে উন্নয়ন কাজের অনিয়ম, পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা ও স্বজনপ্রীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ঘোষেরপাড়ায় বাস্তবায়িত সব প্রকল্প যথাযথ প্রশাসনিক অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। এসব প্রকল্পে আমার কোনো আত্মীয়-স্বজন জড়িত নন। আমি প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের তদন্তকে স্বাগত জানাই।
তিনি আরও বলেন, “আমি সবসময় ন্যায়ের পক্ষে কাজ করেছি। যারা আজ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারাই অতীতে ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতিতে যুক্ত ছিল। আমি বিষয়গুলো প্রশাসন ও দলীয় নেতৃত্বকে জানিয়েছিলাম বলেই তারা প্রতিহিংসায় লিপ্ত হয়েছে।
প্যানেল চেয়ারম্যান বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। আমি কখনো দল বা ব্যক্তিস্বার্থে নয়, জনগণের কল্যাণে কাজ করেছি। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে কেউ জনগণের ভালোবাসা কেড়ে নিতে পারবে না।”