

জামালপুর প্রতিনিধি:জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মেলান্দহ পৌরসভার পশ্চিম নয়ানগর গ্রামে।
এ ঘটনায় মোরাদুজ্জামান বাদী হয়ে মেলান্দহ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।অভিযুক্তরা হলেন মোরাদুজ্জামান এর সৎ ভাই ওয়াজেদ (৪৩),জুয়েল (৩৬),ওয়াজেদের স্ত্রী আঁখি (৩৫),জুয়েলের স্ত্রী মাহমুদা (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোরাদুজ্জামান ও ওয়াজেদ মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে নারীসহ দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। আহতরা হলেন- মোরাদুজ্জামান (৫৩), স্ত্রী গোলাপি বেগম (৪৫)।
আহত গোলাপি বেগম জানান,জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে। ঘটনার দিন ওয়াজেদের পরিবারের লোকজন হামলা করে। ওয়াজেদ লোহার রড় দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে।অন্যরা কিল-ঘুষি মারে ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এখনও তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে।
অভিযুক্ত ওয়াজেদ মিয়ার সাথে কথা হলে জানান, জমি নিয়ে বিরোধের জেরে মারামারি হয়েছে।আমার পরিবারেও ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম বলেন, দু-পক্ষই অভিযোগ দিয়েছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”