1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মেধাবী ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে : মেয়র ডা. শাহাদাত হোসেন | সকালের খবর ২৪
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্ত থেকে নিয়ে যাবার পথে ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র কারবারি গ্রেফতার আলফাডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসে পেশকারের দাপট: ঘুষ ছাড়া কাজ নেই রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ : গুরুতর আহত ২ অসহায় বিমলার পাশে দাঁড়ালেন কায়সার কামাল: শুরু হয়েছে ঘর নির্মাণ আস্থার জায়গাটি দূর্বল করার দায়িত্ব কোনোভাবেই অন্তর্বতী সরকারের নয়: রুহুল কবির রিজভী লোহাগড়ায় সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে’র শুভ উদ্বোধন ঢাকায় ঝটিকা মিছিল: আওয়ামী লীগের আরও ১০ নেতাকর্মী গ্রেফতার সশস্ত্র বাহিনী দিবস: বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিতরণ করছেন লুৎফুজ্জামান বাবর ঝিনাইদহের কোটচাঁদপুর ডাকাতি লক্ষাধিক টাকার মালামাল লুট

মেধাবী ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে : মেয়র ডা. শাহাদাত হোসেন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি: সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “মেধা, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তিই একজন শিক্ষার্থীর সফলতার মূল ভিত্তি। আজকের এই কৃতী ছাত্রীরা কেবল বিদ্যালয়ের নয়, গোটা দেশের গর্ব। তাদের পরিশ্রম ও প্রতিশ্রুতি বাংলাদেশের ভবিষ্যৎকে আলোকিত করবে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে এইচ.এস.সি.-২০২৫ এর কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় সবসময় চমৎকার ফলাফল অর্জন করে আসছে। এটি সম্ভব হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অদম্য ইচ্ছাশক্তি ও অভিভাবকদের সার্বিক সহযোগিতার কারণে। বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য আমাদের সবার জন্য গর্বের।
বক্তব্যে তিনি বিশেষভাবে প্রশংসা করেন কৃতী ছাত্রী স্নেহার, যিনি এস.এস.সি.-তে ৪.৭৮ পেলেও অদম্য ইচ্ছা ও পরিশ্রমের মাধ্যমে এইচ.এস.সি.-২০২৫ পরীক্ষায় বোর্ডে প্রথম স্থান অর্জন করেছেন। মেয়র বলেন, “স্নেহা প্রমাণ করেছে—দৃঢ় মনোবল ও পরিশ্রম থাকলে অসম্ভব কিছুই নয়। সে শুধু নিজের নয়, এই বিদ্যালয়ের মর্যাদাও বাড়িয়েছে।”
মেয়র বলেন, আমাদের ছাত্রীরা আজ বিশ্বজুড়ে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। তবে আমি চাই তারা যেখানেই যাক, দেশকে যেন ভুলে না যায়। বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান দেশে এনে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। দেশপ্রেমই হবে তাদের মূল প্রেরণা।
তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অভাব, অনটন ও দুর্নীতি থাকবে না—মানুষ পাবে তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। সেই বাংলাদেশ নির্মাণে আজকের এই মেধাবী প্রজন্মেরই ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বক্তব্যে মেয়র ঘোষণা দেন, এইচ.এস.সি.-২০২৫ বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় স্নেহাকে ‘জিয়া রহমান ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এক লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে। ফাউন্ডেশনের চট্টগ্রাম চিফ কো-অর্ডিনেটর হিসেবে আমি নিজ হাতে তার বাবার কাছে পুরস্কারটি হস্তান্তর করব।
এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের আরও ৩৫ জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদীন এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আরিফ উল যাহান চৌধুরী।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কৃতী ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD