

ইমতিয়াজ আহমেদ ইমন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(মাভাবিপ্রবি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫।
বুধবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দরবার হলে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাসানী স্টাডিস কোর্সের শিক্ষক সৈয়দ ইরফানুল বারী। তার বক্তব্য তিনি তুলে ধরেন মাওলানা ভাসানীর জীবন সংগ্রামের ইতিহাস ও বিশ্ববিদ্যালয়ের ইতিকথা।
সম্মেলনের আলোচ্য বিষয়বস্তুু ছিল ক্যাম্পাসের প্রাণ, প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষণ, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা, আবাসন, পরিবহন ও প্রযুক্তি ব্যবস্থা,খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থা, ভবিষ্যৎ মাকসুর রুপরেখা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক আখতারুজ্জামান সাজু, গণিত বিভাগের শিক্ষার্থী আরাফাত তরফদার রোহান, মাভাবিপ্রবি ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ নাইম, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, মাওলানা ভাসানী ছাত্র ফেডারেশনের সভাপতি সুমন মিয়া, মাভাবিপ্রবি ইসলামী ছাত্র আন্দোলন সদস্য সচিব সাকলাইন আহমেদ সাব্বির, রসায়ন বিভাগের শিক্ষার্থী মো.নাসিম, রোটারেক্ট ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভুঁইয়া, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ আহসান হিরোসহ অন্যান্যরা।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের ক্লাবের নেতৃবৃন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সবার জন্য শুভেচ্ছা উপহারের ব্যবস্থা করা হয়।