1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মান্দার চৌদ্দমাইল-শীলগ্রাম পাকা রাস্তার বেহালদশা | সকালের খবর ২৪
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

মান্দার চৌদ্দমাইল-শীলগ্রাম পাকা রাস্তার বেহালদশা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী নওগাঁ মহাসড়কের মান্দা উপজেলার চৌদ্দমাইল মোড় হতে শীলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তার বেহাল দশা। দীর্ঘ দিন এই রাস্তার কোন সংস্কার নেই। জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরপুর। জায়গা বিশেষে পিচ, বিটুমিন, খোয়া উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কোন কোন জায়গায় এক-ডের ফিট গর্তে পানি জমে কিম্ভুতকিমাকার অবস্থা। এই রাস্তা কয়েক হাজার মানুষের একমাত্র চলাচলের পথ। সাইকেল, মোটরসাইকেল, চার্জার ভ্যান, অটোরিকশা নিয়মিত চলাচল করলেও ভোগান্তির অন্ত নেই। ছোট খাটো দুর্ঘটনা লেগেই থাকে। রাস্তাটি মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দ মাইল থেকে শুরু হয়ে কালিকাপুর ইউনিয়নের শীলগ্রামে শেষ। মাঝখানে আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়াহাট গ্রাম ( প্রায়১ কি:মি:) বাগমারা উপজেলার মধ্যে পড়েছে। তবে বাগমারা উপজেলার অংশ চলাচল উপযোগী। স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী রাস্তা হওয়ায় কর্তা ব্যক্তিদের তেমন নজরে আসে না। এই রাস্তা দিয়ে নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসা, শীলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শীলগ্রাম হাফেজিয়া মাদ্রাসা, বাথইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাথইল গোপাল প্রামানিক উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র পথ। বিকল্প যাওয়ার কোন সুযোগ নেই। এছাড়াও বড়াইল উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। সাবাইহাট (মান্দা)এবং পার্শ্ববর্তী কেশরহাট (মোহনপির উপজেলা) যেতেও এই রাস্তা দিয়ে যেতে হয়। তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন এই রাস্তার দূরাবস্থার কথা তুলে ধরার অনুরোধ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধমেও এ রাস্তা নিয়ে এক রকম ঝড় উঠেছে। চৌদমাইল শীলগ্রাম পাকা রাস্তা সমন্ধে মান্দা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. আবু সায়েদ মুঠোফোনে জানান, রাস্তাটি কার্য তালিকায় আছে, অল্পদিনের মধ্যে টেন্ডার আহ্বান ও সংস্কার করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD