

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
বুধবার (১৫ অক্টোবর) মাধবপুর পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান কালে বিভিন্ন প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় । এ সময় বিভিন্ন অনিয়মের কারণে সংশ্লিষ্ট আইনে আলিফ লাম বেকারিকে ৫ হাজার, বন্ধন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার, মেসার্স পাল ব্রাদার্সকে ১০ হাজার, কুসুমকলি বেকারিকে ৫ হাজার ও কৃষ্ণ পাল ট্রেডার্সকে ৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে বিএসটিআই সিলেট এর কর্মকর্তাবৃন্দ ও মাধবপুর থানা পুলিশের একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন।