

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস অতিরিক্ত গতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আহত হন অন্তত ৫০ জন।
দুর্ঘটনার পরপরই মাধবপুর ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।