

শ্রীবাস সরকার ,মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুল ইসলাম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—
ক) মোঃ টেনু মিয়া (পিতা: আজগর আলী), সাং: বাকরনগর;খ) কামাল (পিতা: মৃত বাবুল আক্তার), সাং: রাজাপুর;গ) মোঃ জসিম উদ্দিন (পিতা: মোঃ আব্দুল হান্নান), সাং: কুতুব খানী, বানিয়াচং।মোবাইল কোর্ট প্রত্যেককে ৭ (সাত) দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।