

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে গ্রাহকের অভিযোগ ছাড়াই নিয়ে যাচ্ছে এনালগ মিটার ।
অবিনাশ সরকার জানান, আমার মিটারে কোন সমস্যা নাই, আমি কোন অভিযোগ করিনি কিন্তু হঠাৎ করে পল্লী বিদ্যুতের লোক এসে আমার মিটারটি নিয়ে যায় এবং নতুন একটি মিটার দিয়ে যায় । আমার অভিযোগ ছাড়া মাধবপুর পল্লী বিদ্যুত অফিসের এ ধরনের কার্যক্রমে আমি দুঃখ প্রকাশ করছি ।
এলাকাবাসীর অভিযোগ মাধবপুর বিদ্যুৎ অফিস আমাদের ভালো মানের মিটারগুলো নিয়ে নতুন মিটার দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ।
মাধবপুর পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম আবুল হাসান বলেন, মিটারে যে কোন সমস্যা থাকতে পারে তাই পাল্টানো হচ্ছে ।এর আগে গত শুক্রবার মাধবপুর পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের অনিয়ম ও ভুতুড়ে বিলের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন। তারা জানান, যেখানে প্রতি মাসে ৫০০ টাকা বিল আসতো সেখানে ৫ থেকে ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল আসছে । আমরা সরকারের কাছে এর প্রতিকার চাই।