

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল বর পলাশ (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধর্মঘর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।পুলিশ জানায়, পলাশ উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
ওসি মোঃ শহীদুল্লাহ বলেন, গত ৪ আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র ও জনতার আন্দোলন চলাকালে হামলা, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পলাশের সম্পৃক্ততা পাওয়া গেছে।