1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মাধবপুরের কমেডি অভিনেত্রী এখন অশ্লীল জগতে | সকালের খবর ২৪
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
​​​লালমনিরহাটে বিশেষ অভিযানে আ.লীগের ১৭ নেতা-কর্মী গ্রেফতার মাধবপুরে আর্মি ক্যাম্পের অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক ফরিদপুরে হার না মানা নারীর জীবন সংগ্রামের গল্প উপকূল দিবসের দাবীতে৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ব্রাহ্মণবাড়িয়া ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ লোহাগড়ায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ককটেল বিস্ফোরণের চেষ্টা কুড়িগ্রামে নাশকতার চেষ্টায় গ্রেফতার ২০ রূপগঞ্জে চুরি-ডাকাতি ও ছিনতাই বেড়েছে, প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন নোয়াখালীর হাতিয়ায় প্রধান শিক্ষকের অনিয়মে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা

মাধবপুরের কমেডি অভিনেত্রী এখন অশ্লীল জগতে

  • প্রকাশিতঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরের এক তরুণী কমেডি অভিনেত্রী এখন অশালীন নাচের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকার শেফালী (২৫) প্রায় ৫ বছর ধরে কমেডি নাটকে অভিনয় করছেন। বর্তমানে তিনি ঢুকে পড়েছেন তথাকথিত “ডান্স মডেলিং-এর জগতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেফালী ২০২১ সালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গ্রাম পুলিশ শাজাহান ওরফে শুক্কুর আলীর সাথে কমেডি নাটকে অভিনয় শুরু করেন। জুটি হিসেবে তারা দ্রুত জনপ্রিয়তা লাভ করেন। তবে চলতি বছরের মাঝামাঝি সময়ে শেফালীর সাথে শুক্কুর আলীর দল সম্পর্ক ছিন্ন করে।

শুক্কুর আলী বলেন, আমরা কমেডি নাটক করি মানুষকে হাসাতে ও সমাজে ইতিবাচক বার্তা দিতে। কিন্তু যখন দেখি শেফালী অশালীন নাচে যুক্ত হচ্ছেন, তখনই আমরা তাকে আমাদের দল থেকে বাদ দিই।

নাটক থেকে বাদ পড়ার পর শেফালী বর্তমানে মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় বসবাস করছেন। অভিযোগ উঠেছে, তিনি বিভিন্ন বাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যক্তিগত আয়োজনে রাতের বেলা ‘ডান্স শো’-তে অংশ নেন। এসব অনুষ্ঠানে উন্মুক্ত পোশাক ও অশোভন ভঙ্গিমায় নাচের অভিযোগ রয়েছে, যা স্থানীয়ভাবে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

শেফালীর এসব নোংরা নাচ এখন সোশ্যাল মিডিয়ার—ফেইসবুক, ইউটিউব, টিকটকসহ নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে।

শেফালীর বর্তমান স্বামী আদনান, নাসিরনগর উপজেলার বাসিন্দা বলে জানা গেলেও তার বিস্তারিত ঠিকানা নিশ্চিত করা যায়নি। এর আগে শেফালী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শ্রীঘর গ্রামের এক ব্যক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন; তবে সে সংসার দীর্ঘস্থায়ী হয়নি।

সচেতন মহলের উদ্বেগ:
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সমাজকর্মীরা বলছেন, বিনোদনের নামে এ ধরনের প্রদর্শনী সমাজের সংস্কৃতি ও নৈতিকতা ধ্বংস করছে।

একজন প্রবীণ শিক্ষক মন্তব্য করেন, এটা বিনোদন নয়, এটা সাংস্কৃতিক সন্ত্রাস। এখনই প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

ধর্মীয় ব্যক্তিত্বদের মতামত:
ফান্দাউক জামে মসজিদের খতিব বলেন,
নারীর মর্যাদা রক্ষা করা সমাজের দায়িত্ব। যে কোনো অশ্লীল প্রদর্শনী ইসলামের দৃষ্টিতে হারাম। এসব নোংরা নাচ সমাজের পাশাপাশি তরুণ প্রজন্মের মননেও গভীর প্রভাব ফেলছে।

মাওলানা সাইফুল ইসলাম বলেন, শালীন বিনোদন ইসলামে নিষিদ্ধ নয়, কিন্তু অশালীনতা কখনোই গ্রহণযোগ্য নয়। সমাজে যদি নৈতিকতা হারিয়ে যায়, শিক্ষিত প্রজন্মও বিপথে যাবে।

ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল হোসাইন বলেন, ধর্ম ও সংস্কৃতি আমাদের শালীনতা শেখায়। কিন্তু এখন বিনোদনের নামে যেসব কার্যক্রম চলছে তা তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। প্রশাসন ও সমাজের সব স্তরের মানুষকে আহ্বান জানাই—এ ধরনের অনৈতিক নাচ-গান বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ডান্স মডেলিং এর আড়ালে চলছে অর্থের লেনদেন ও অনৈতিক কার্যকলাপ। তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেফালীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার স্বামী আদনান দৈনিক সকালের সময় প্রতিনিধিকে জানান, শেফালী এখন এগুলো করে না। ডান্স মঞ্চের অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD