

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী দিবসে বৃহস্পতিবার ১৬/১০/২৫ ইং যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: আলমগীর বিশ্বাস কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের এখন অতিরিক্ত সার প্রয়োগের লাগাম টানতে হচ্ছে। অতিরিক্ত সার ব্যবহারে জমি তার উর্বরতা শক্তি হারাচ্ছে,কোথাও কোথাও ইতোমধ্যে জমিতে ফসল হচ্ছে না। এলার্মিং বার্তা দিচ্ছে। তিনি বলেন,জৈব সার মাটির প্রাণ। একে বেশী বেশী ব্যবহার করলে গাছ পুষ্টি উপাদানসমূহ সহজেই গ্রহণ করতে পারে। বর্তমান কৃষি শুধুমাত্র ভরণপোষণের জন্য নয়,উৎপাদন মুখীও। অনেক তরুণ উদ্যোক্তা দিন দিন কৃষিতে এগিয়ে আসছে। এ অঞ্চলে উৎপাদিত মাল্টা,কমলা,পেয়ারা, অ্যাভোকাডো, ড্রাগনের দেশব্যাপী সুখ্যাতি রয়েছে। এজন্য, কৃষিতে যশোর অঞ্চলকে দেশের আইকন বা উইনডো হিসেবে অভিহিত করা হয়।
অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস আরো বলেন, বর্তমান মার্কেটিং ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বে উৎপাদিত ফসলের সঠিক ও ন্যায্য মূল্য কৃষকরা পাচ্ছে না। সরকার ও কৃষি মন্ত্রণালয় এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভিয়েতনাম, চায়না,থাইল্যান্ডের মতো এদেশেও কুল ভ্যানের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাতকরণের চিন্তা ভাবনা করছে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক মো: মাসুদর রহমান সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: পাভেল রানা। সহযোগিতায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো:শাহ আলম।