

স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর ১০ নং মরিচবুনিয়া ইউপির অস্থায়ী ভোট কেন্দ্র ৮৬ নং দক্ষিন বরুনবাড়িয়া সঃ প্রাঃ বিদ্যালয় কেন্দ্রটি পরিবর্তন করে ঘনবসতি এলাকার উত্তর পূর্ব বরুনবাড়িয়ার ২০৯ নং ফুলনেছা সঃ প্রাঃ বিদ্যালয় ভোটকেন্দ্র স্থাপনের দাবী উঠেছে। সুত্রে জানা গেছে, এ দাবীতে উক্ত ইউপির ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসে লিখিত আবেদন করেছেন। তিনি তাঁর আবেদনে উল্লেখ করেছেন ৮৬ নং দক্ষিন বরুনবাড়িয়া সঃপ্রাঃ বিদ্যালয় কেন্দ্রটি ২ নং ওয়ার্ডের দক্ষিন প্রান্তে নদীর তীরে অবস্থিত। এ কেন্দ্রটি অধিকাংশ ভোটার এলাকা তাফালবাড়িয়া প্রায়৫ কিঃ মিঃ দূরত্বে এবং বিদ্যালয়টিতে মাঠ খুবই ছোট। উক্ত কেন্দ্রটিতে পুরুষ ও মহিলা ভোটার লাইনে দাড়িয়ে ভোট দেয়ার পরিবেশ নাই। কেন্দ্রটির স্পেস কম থাকার কারনে প্রতিবছর ভোটার সাধারনের মধ্যে মারামারির ঘটনা ঘটে, ফলে ভোটার উপস্থিতি খুবই কম থাকে। দীর্ঘ পাচ কিঃ মিঃ পথ হেটে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোটদিতে ইচ্ছুক নয়। উক্ত আবেদন পত্রে আরো উল্লেখ করা হয়েছে দক্ষিণ বরুনবাড়িয়া সঃ প্রাঃ বিদ্যালয় থেকে ভোট কেন্দ্র পরিবর্তন না হলে মহিলা ও বৃদ্ধ ভোটারগণ সহ ৭০% ভোটার ভোট দিতে পারবে না।
প্রসঙ্গত কারনে উক্ত ভোট কেন্দ্রটি পরিবর্তন করে ঘনবসতি এলাকার উত্তর পূর্ব বরুনবাড়িয়ার ২০৯ নং ফুলনেছা সঃ প্রাঃ বিদ্যালয় ভোটকেন্দ্র স্থাপন করা একান্ত প্রয়োজন উল্লেখ করেছেন তিনি তাঁর আবেদনে।