1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাগমারায় মনোনয়ন বঞ্চিত হয়ে অনুসারীকে দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল চেষ্টার অভিযোগ | সকালের খবর ২৪
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিখোঁজ বিআরটিএ ৫-২৯ বছর শিশু ও তরুণদরে রক্ষায় কাজ করছে: বিআরটিএ চেয়ারম্যান বেগমগঞ্জে চুরি–দস্যুতা–ডাকাতি মামলার পলাতক বাবু গ্রেফতার ,আছে ১২ মামলা বাইক থেকে ককটেল ছোড়া সন্ত্রাসীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ পুলিশ কমিশনারের সারাদেশে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ১৭০০ তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাতের সাক্ষাৎ জনগণ নির্বাচনের ট্রেনে উঠেছে—বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম আদালতে হাজিরা দিলেন ‘মব জাস্টিস’ এর সাথে যুক্ত থাকা ভুমি দস্যু জাকির হোসেন মুন্সী মোহাম্মদপুরে পেট্রোল বোমাসহ গ্রেফতার এক নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

বাগমারায় মনোনয়ন বঞ্চিত হয়ে অনুসারীকে দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল চেষ্টার অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে নিজ অনুসারীকে দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি নেতা কর্মী সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া দলীয় মনোনয়ন পেয়েছেন ।
তিনি উপজেলা বিএনপির বৃহৎ একটি অংশের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
অপর দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন অধিকাংশ সময় তাঁর অনুসারী নিয়ে আলাদা কর্মসূচি পালন করতেন।
জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মূলধারার অনুসারী ডিএম জিয়ার জনসভায় উপস্থিত হয়ে নানা দিক নির্দেশনা দিতে দেখা গেছে।
এদিকে সদস্য সচিব কামাল হোসেনের অনুসারী হাবিবুর রহমান হবির চেয়ারম্যান ভাটা ব্যবসায়ী ও মৎস্য চাষী। তাঁর লিজকৃত পুকুরে মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা গ্যাস জাতীয় রাসায়নিক প্রয়োগে মাছ নিধন করে।
এ ঘটনায় সদস্য সচিব কামাল হোসেনের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধমে রাজনৈতিক প্রতি হিংসা হিসাবে প্রচার করতে থাকে। ( সরবরাহকৃত স্কিন শর্ট আছ)
ঘটনাটি বিএনপির মনোনয়ন প্রকাশের পরের দিন।
ভুক্তভোগী হবির চেয়ারম্যানের ছেলে সরাসরি বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার সংশ্লিষ্টতা আছে এমন না বল্লেও, তিনি মুঠোফোনে বলেন, তাঁর বাবা কামালের অনুসারী হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের পুকুরে বিষ জাতীয় রাসায়নিক প্রয়োগ করা হয়েছে।
এ কাজ কে করেছে ? এমন প্রশ্নে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি মুঠোফোনে বলেন, আমরা সন্দেহ করছি, প্রতিপক্ষের লোকজন এ কাজ করে থাকতে পারে। আমাদের সন্দেহের তালিকা আছে। তিনি বলেন, রাত সাড়ে এগারোটা পর্যন্ত তিনি পুকুরে ছিলেন। এ সময়ের পর বিষ প্রয়োগ করা হতে পারে। নৈশ প্রহরী কয়জন ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নৈশ প্রহরী একজন থাকতেন। সেদিন অসুস্থজনিত কারণে তিনি অনুপস্থিত ছিলেন।
কোথাও অভিযোগ দিয়েছেন কী না এমন প্রশ্নের জবাবে মমিন বলেন, মৌখিক ভাবে থানায় জানানো হয়েছে।

সরজমিন বুধবার ( ৫ নভেম্বর) বিকেলে পুকুর পাড়ে গিয়ে ছোট ছোট মাছের কিছু পোনা মরে ভাঁসতে দেখা গেছে। স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলে তাঁরা জানান, এই পুকুর আনুমানিক ৭/৮ একর হতে পারে। ভুক্তভোগীর ছেলে মমিনুল ইসলাম পুকুরের আয়তন প্রায় ১৭ একর বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা সবেমাত্র দুই মাস হলো পুকুরে মাছ সাজিয়ে নিয়েছি। এমন সময় এ ঘটনা ঘটানো হলো। তিনি দাবী করেন, প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, আমি জিয়াকেও বলবো। তিনি সবেমাত্র নমিনেশন পেয়েছেন। এম. পি তো আর হতে পারেননি।
বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সহকারী অধ্যাপক শামসুজ্জোহা সরকার বাদশা বলেন, পুকুরে বিষ প্রয়োগে রাজনৈতিক প্রতিহিংসার কিছু তিনি দেখছেন না। তিনি বলেন, মনোনয়ন বঞ্চিত ব্যক্তির ইন্ধনে এসব করা হচ্ছে। একাধিক ব্যক্তি তো বাগমারায় নমুনেশন চেয়েছিলেন এমন প্রশ্নের বিপরীতে তিনি জানান, উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন মনোনয়ন বঞ্চিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি ডিএম জিয়ার মনোনয়ন বাতিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন। ষড়যন্ত্র করে কামাল হোসেন সফল হবেন না, কিন্তু আমাদের সাময়িক কিছু কষ্ট দিতে পারবেন।
বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেনের নিকট ৯.৩৩ মিনিটে কল দিলে তিনি ফোন তুলেননি। সেকারণে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
রাজশাহী- ৪ বাগমারা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, পুকুরে বিষ প্রয়োগ নিন্দনীয় কাজ। আমি এর নিন্দা জানাচ্ছি। সাথে সাথে বিষয়টি রাজনৈতিক উল্লেখ করা দুঃখজনক।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিষ প্রয়োগ হয়েছে এমন তথ্য কেউ প্রাথমিক ভাবে দিতে পারেনি। তদন্তের মাধ্যমে সত্য বের হয়ে আসবে। তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য লোকজন এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD