

পার্থ রায় মধুখালী ভ্রাম্যমান প্রতিনিধি: ১৭ অক্টোবর শুক্রবার মধ্যরাতে মেছরদিয়া মোরে মোঃ মোতাহার শেখ ফার্নিচারে আগুন ধরে। ফার্নিচার দোকানের মালিক জানার পর রাত ৩ টার সময় মধুখালী ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত ৩:৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন ।
আনুমানিক ২ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ফায়ার সার্ভিসের দায়িত্ব রত কর্মকর্তা বলেন এধরনের অগ্নিকাণ্ডে আমাদের দ্রুত জানালে আমরা ক্ষয়ক্ষতির পরিমান কিছুটা হলেও কমিয়ে আনতে পারি। তবে কিভাবে আগুন ধরলো তাহা এখনও জানা যায়নি।