

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন হয়েছে।
শনিবার (১লা নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায়ের আয়োজনে এক শুভযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপত্বিতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয় ও বিশেষ অথিতি হিসাবে উপস্থিত
ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী।এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুব, শ্রেষ্ঠ উদ্যোক্তা ইয়াছিন মিয়া, কৃষি গরু পালন সমিতির সভাপতি ফারজানা, হিরণ মিয়া ও সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল প্রমূখ।