1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
মদনে সহকারি শিক্ষক সমিতির বৈধতা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন | সকালের খবর ২৪
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান আত্রাইয়ে আলোচিত ছিনতাই ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার গাজীপুরে নতুন কমিশনার, ৬ জেলার এসপিকে বদলি সীমান্ত থেকে নিয়ে যাবার পথে ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র কারবারি গ্রেফতার আলফাডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসে পেশকারের দাপট: ঘুষ ছাড়া কাজ নেই রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ : গুরুতর আহত ২ অসহায় বিমলার পাশে দাঁড়ালেন কায়সার কামাল: শুরু হয়েছে ঘর নির্মাণ আস্থার জায়গাটি দূর্বল করার দায়িত্ব কোনোভাবেই অন্তর্বতী সরকারের নয়: রুহুল কবির রিজভী

মদনে সহকারি শিক্ষক সমিতির বৈধতা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে সহকারি শিক্ষক সমিতির কমিটির বৈধতা নিয়ে দুই কমিটির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার মদন প্রেসক্লাবে সহকারি শিক্ষক সমিতির একাংশের সভাপতি মোঃ মাহমুদুর রহমান মির্জা (পাভেল) ও সাধারন সম্পাদক হাসানুল মান্নান নিউটনের অনুমোদিত কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান, সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহমুদুর রহমান মির্জা (পাভেল)।

এর আগে লিটন ও মানিকের নেতৃত্বাধীন সহকারী শিক্ষক সমিতির নেত্রীবৃন্দ পাভেল ও নিউটনের নেতৃত্বাধীন কমিটি নিয়ে গত ৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে স্থানীয় শিক্ষক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মির্জা (পাভেল) তার লিখিত বক্তব্যে বলেন, লিটন ও মানিক কর্তৃক গঠিত সহকারী শিক্ষক সমিতির কমিটি অগণতান্ত্রিক ও ভিত্তিহীন। সত্য ও স্বচ্ছতার পক্ষে বিভান্তির প্রতিবাদে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি-ঐক্যের প্রতীক, বিভেদের নয়, কোন ভূয়া ও নিশি রাতের কমিটি নয়, আমরা নিয়মতান্ত্রিক ও স্বীকৃত কমিটি, অনুমোদন বৈধ, রেজিস্ট্রেশন ও সিল আসল-প্রমাণসহ পরিষ্কার, মিথ্যা তথ্য, গুজব ও বিভান্তি শিক্ষক সমাজের মর্যাদার পরিপন্থি, শিক্ষক ঐক্য নষ্ট নয়, ঐক্যই আমাদের শক্তি। তিনি আরও বলেন, শিক্ষক ঐক্য যারা ভাঙ্গতে চান, তাদের ঘোষণায় আমরা ভীত নই, আমরা গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে। এ কমিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে গত ২৯-০৯-২০২৫ ইং তারিখে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মদন উপজেলা শাখার অনুমোদন দেয়। যার রেজিস্ট্রেশন নাম্বার ১২০৬৮। কমিটিকে বানচাল করার জন্য জনগনের নিকট প্রশ্নের মুখামুখি হওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা যতই কলাকৌশল করুক না কেন আমরা তা রুখে দেব ইনশাল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক হাসানুল মান্নান নিউটন, সিনিয়র সহ-সভাপতি শফিউল্লাহ লালন, সহকারি শিক্ষক নেতা দেওয়ান নাসরিনসহ অন্যান্য নেতৃব্দৃ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD