

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা বিএনপির কার্যালয়ের কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল ও সঞ্চালনায় ছিলেন, পৌর যুবদল সভাপতি শফিউল ইসলাম শফিক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ ও পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট ও শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন সেকুল, পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠু, যুবদল নেতা- পরাগ, সেকুল, মোশাররফ, মানিক, রবিউল ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অগ্রগতি সম্ভব।