

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মদন পৌর ছাত্রদল শাখার অন্তর্গত ১ ও ২ নং ওয়ার্ড শাখার ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজ বাড়ীতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মির্জা আশাদুল ইসলাম জয় ও ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ সাফায়েত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বি ও ২ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাহমুদুর রহমান মিঠু ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক এম এ মির্জা রাজন।এ ছাড়াও পৌর ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক মোঃ মেহেদী হাসান, মোঃ আল আমিন মান্না, মোঃ আরজু হোসেন, মোঃ সুলতান শাহরিয়ার স্বজন, দেবল কর্মকার ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা- ৪ আসনের ধানের শীষের প্রার্থী জনাব লুৎফুজ্জামান বাবরের বিজয় নিশ্চিত করতে পৌর ছাত্রদলকে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”