

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নেত্রকোনার মদনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা চত্তর হতে শুরু হয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামানের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোখলেছুর রহমান, একাডেকি সুপার ভাইজার জোসনা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল ও সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল প্রমূখ।