

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেওয়াশী ইউনিয়ন শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, যৌথ মতবিনিময় সভায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।
নেওয়াশী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মত বিনিময় সভায় তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। এ সময় তিনি জনগণের পাশে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।পাশাপাশি গণতন্ত্র পূর্ণপ্রতিষ্ঠা, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরন্নবী দুলাল, উপজেলা যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিছ,পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান হক,সদস্য সচিব আতিকুর রহমান লেবু ,কৃষক দলের আহবায়ক হাসান হাফিজুর, পৌর যুবদলের সদস্য সচিব নুরজামাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।সভাপতিত্ব করেন, নেওয়াশী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো:আবু বক্কর সিদ্দিক( আবুল মেম্বার)। উপস্থিত সকল নেতাকর্মী ও সমর্থক বৃ্ন্দ বলেন, আমরা কোন বিভেদ চাই না, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। উপস্থিত সবাই স্লোগান দেয়- থাকবো সবাই মিলে মিশে, ভোট দিব ধানের শীষে।